ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি সামরিক স্থাপনায় হামলা হয়েছে। পাশাপাশি দুটি বিদ্যুৎকেন্দ্র এবং জ্বালানি সংরক্ষণ কেন্দ্রেও হামলা করার কথা জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের নতুন ধরনের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে রোববার ইসরায়েল সানায় এই হামলা চালায়। গত শুক্রবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল হুতিরা। ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা। এর দু’দিন পরই হল এই পাল্টা হামলা।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, “ইসরায়েল রাষ্ট্র ও এর বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হুতি সন্ত্রাসীদের বারবার হামলার জবাবেই এই হামলা চালানো হয়েছে। হুতিরা ইসরায়েলকে লক্ষ্য করে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রসহ ইউএভি (ড্রোন) হামলাও চালিয়েছে।”